উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী থেকে অতি গুরুত্বপূর্ণ সংস্কৃত- এককথায়-প্রকাশ নিচে দেওয়া হল ৷ এগুলি ভালোভাবে তৈরী করলে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনায়াসেই সব এককথায়প্রকাশ কমন পেয়ে যাবে ৷ School Service Commission – WBSSC (SLST) সংস্কৃত Syllabus এর গুরুত্বপূর্ণ এককথায়প্রকাশ গুলি তুলে ধরা হল ৷
Table of Contents
সংস্কৃত এককথায় প্রকাশ
অণ্ – প্রত্যয় হতে এককথায় প্রকাশ
অপত্য অর্থে শব্দের উত্তর অণ্ প্রত্যয় হয় । অণ্ প্রত্যয় থেকে এককথায় প্রকাশ নিম্নে উত্তরসহ দেওয়া হল ।
1.ব্যাসস্য অপত্যং পুমান্ ।
উঃ- বৈয়াসকিঃ ।
2. কন্যায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- কানীনঃ ।
3. মনোঃ অপত্যং পুমান্ ।
উঃ- মানবঃ ।
4. দশরথস্য অপত্যং পুমান্ ।
উঃ- দাশরথিঃ ।
5. দিতেঃ অপত্যং পুমান্ ।
উঃ- দৈত্যঃ ।
6. মুনেঃ অপত্যং পুমান্ ।
উঃ- মৌনঃ ।
7. শিবস্য অপত্যং পুমান্ ।
উঃ- শৈবঃ ।
8. ঊর্ণনাভস্য অপত্যং পুমান্ ।
উঃ- ঔর্ণনাভঃ ।
9. পৃথায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- পার্থঃ ।
10. যদোঃ অপত্যং পুমান্ ।
উঃ- যাদবঃ ।
ঢক্ – প্রত্যয় হতে এককথায় প্রকাশ
অপত্য অর্থে স্ত্রীলিঙ্গ শব্দের উত্তর ঢক্ প্রত্যয় হয় । ঢক্ প্রত্যয় থেকে এককথায় প্রকাশ নিম্নে উত্তরসহ দেওয়া হল ।
1. গঙ্গায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- গাঙ্গেয়ঃ ।
2. কুন্ত্যাঃ অপত্যং পুমান্ ।
উঃ- কৌন্তেয়ঃ ।
3. সরমায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- সারমেয়ঃ ।
4. বিনতায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- বৈনতেয়ঃ ।
5. ভগিন্যাঃ অপত্যং পুমান্ ।
উঃ- ভাগিনেয়ঃ ।
6. রাধায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- রাধেয়ঃ ।
7. অতিথেঃ অপত্যং পুমান্ ।
উঃ- আতিথেয়ঃ ।
8. ইতরায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- ঐতরেয়ঃ ।
9. কুলটায়াঃ অপত্যং পুমান্ ।
উঃ- কৌলটেয়ঃ ।
10.দ্রৌপদ্যাঃ অপত্যং পুমান্ ।
উঃ- দ্রৌপদেয়ঃ ।
সন্ – প্রত্যয় হতে এককথায় প্রকাশ
ইচ্ছা অর্থে ইষ্ ধাতুর বিকল্পে সন্ প্রত্যয় হয় । সন্ প্রত্যয় থেকে এককথায় প্রকাশ নিম্নে উত্তরসহ দেওয়া হল ।
1. গন্তুম্ ইচ্ছসি ।
উঃ- জিগমিষসি ।
2. গন্তুম্ ইচ্ছতি ।
উঃ- জিগমিষতি ।
3. পঠিতুম্ ইচ্ছতি ।
উঃ- পিপঠিষতি ।
4. কর্তুম্ ইচ্ছতি ।
উঃ- চিকীর্ষতি ।
5.খাদিতুম্ ইচ্ছতি ।
উঃ- চিখাদিষতি ।
6. গাতুম্ ইচ্ছতি ।
উঃ- জিগাসতি ।
7. স্মর্তুম্ ইচ্ছতি ।
উঃ- সস্মূর্ষতে ।
8. শ্রোতুম্ ইচ্ছতি ।
উঃ- শুশ্রূষতে ।
9. জীবিতুম্ ইচ্ছতি ।
উঃ- জিজীবিষতি ।
10. বক্তুম্ ইচ্ছতি ।
উঃ- বিবক্ষতি ।
যঙ্ – প্রত্যয় হতে এককথায় প্রকাশ
1. পুনঃ পুনঃ পচতি ।
উঃ- পাপচ্যতে ।
2. পুনঃ পুনঃ জয়তি ।
উঃ- জেজীয়তে ।
3. পুনঃ পুনঃ ক্রন্দতি ।
উঃ- চাক্রন্দ্যতে ।
4. পুনঃ পুনঃ জ্বলতি ।
উঃ- জাজ্বল্যতে ।
5. পুনঃ পুনঃ শৃণোতি ।
উঃ- শোশ্রূয়তে ।
6. পুনঃ পুনঃ কাঁদছি ।
উঃ- চাখাদ্যতে ।
7. পুনঃ পুনঃ প্রতি ।
উঃ- পনীপত্যতে ।
8. পুনঃ পুনঃ পৃচ্ছতি ।
উঃ- পরীপৃচ্ছ্যতে ।
9. পুনঃ পুনঃ প্রতি ।
উঃ- দরীদৃশ্যতে ।
10. পুনঃ পুনঃ লিখছি ।
উঃ- লেলিখ্যতে ।
ইমনিচ্ – সংস্কৃত প্রত্যয় হতে এককথায় প্রকাশ
তার ভাব এই অর্থে শব্দের উত্তর ইমনিচ্ প্রত্যয় হয় ।
1. পৃথোঃ ভাবঃ ।
উঃ- প্রথিমা ।
2. মৃদোঃ ভাবঃ ।
উঃ- ম্রদিমা ।
3. মহতঃ ভাবঃ ।
উঃ- মহিমা ।
4. লঘোঃ ভাবঃ ।
উঃ- লঘিমা ।
5. অণোঃ ভাবঃ ।
উঃ- অণিমা ।
6. গুরোঃ ভাবঃ ।
উঃ- গরিমা ।
7. সাধোঃ ভাবঃ ।
উঃ- সাধিমা ।
8. পটোঃ ভাবঃ ।
উঃ- পটিমা ।
9. ঊরোঃ ভাবঃ ।
উঃ- বরিমা ।
10. বহুলস্য ভাবঃ ।
উঃ- বংহিমা ।
ঈয়সুন্ ও তরপ্ প্রত্যয় হতে এককথায় প্রকাশ
দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে শব্দের উত্তর ঈয়সুন্ ও তরপ্ প্রত্যয় হয় ।
- অয়ম্ অনয়োঃ অতিশয়েন লঘুঃ ।
উঃ- লঘীয়ান্ / লঘুতরঃ ।
2. অয়ম্ অনয়োঃ অতিশয়েন অন্তিকঃ ।
উঃ- নেদীয়ান্ / অন্তিকতরঃ ।
3. অয়ম্ অনয়োঃ অতিশয়েন মৃদু ।
উঃ- ম্রদীয়ান্ / মৃদুতরঃ ।
4. অয়ম্ অনয়োঃ অতিশয়েন দীর্ঘঃ ।
উঃ- দ্রাঘীয়ান্ / দীর্ঘতরঃ ।
5. অয়ম্ অনয়োঃ অতিশয়েন ঊরুঃ ।
উঃ- বরীয়ান্ / ঊরুতরঃ ।
6. অয়ম্ অনয়োঃ / এনয়োঃ অতিশয়েন ক্ষুদ্রঃ ।
উঃ- ক্ষোদীয়ান্ / ক্ষুদ্রতরঃ ।