উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2018) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Class Xi Sanskrit Question Paper 2018
| Class | Xi |
| Bord | WBCHSE |
| Subject | Sanskrit |
| Topic | Old Question Paper |
| Year | 2018 |
1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) মালবরাজের নাম কী ছিল ?
(i) রাজহংস
(ii) মানসার
(iii) সংগ্রামবর্মা
(iv) প্রহারবর্মা
উত্তরঃ- (ii) মানসার
(b) মগধ দেশের রাজধানীর নাম কী?
(i)পুষ্পপুরী
(ii) মিথিলা
(iii)পাটলিপুত্র
(iv)কনৌজ
উত্তরঃ- (i)পুষ্পপুরী
(c) ‘উন্নতনাসাবংশঃ’ কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(i)ব্রহ্মরাক্ষস
(ii)ব্রাহ্মণ
(iii)রাজহংস
(iv)নৃসিংহ
উত্তরঃ- (i)ব্রহ্মরাক্ষস
(d) যজমান ব্রাহ্মণকে কী দান করেছিলেন ?
(i)দুটি ছাগল
(ii)দুটি গাভী
(iii)দুটি বলদ
(iv)দুটি বাছুর
উত্তরঃ- (iv)দুটি বাছুর
পদ্যাংশ
(e) যক্ষের বার্তাবাহক কে ? (i)মেঘ (ii)পায়রা (iii)বলাকা (iv)পর্বত
উত্তরঃ- (i)মেঘ
(f) যক্ষ কোন্ ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন ? (i)দ্রোণকুসুম (ii)কূটজকুসুম (iii)কুন্দকুসুম (iv)নবমল্লিকা ।
উত্তরঃ- (ii)কূটজকুসুম
(g) বিষ্ণুর প্রথম অবতার কে ? (i)কূর্ম (ii)কৃষ্ণ (iii)মৎস্য (iv)বামন ।
উত্তরঃ- (iii)মৎস্য
(h) “বসতি দশনশিখরে ধরণী” কার উদ্দেশ্যে বলা হয়েছে ? (i)বামন (ii)নৃসিংহ (iii)বরাহ (iv) কোনোটিই নয় ।
উত্তরঃ- (iii)বরাহ
নাট্যাংশ
(i) শূন্যস্থান পূরণ করোঃ গুরুদেবস্য_________ মহিমা । – (i)অনির্বচনা (ii)অনির্বচনীয়া (iii)অনির্বচনীয়ম্ (iv)অনির্বচনীয়ো
উত্তরঃ- (iv)অনির্বচনীয়ো।
(j) শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন্ গান শুনতে চেয়েছিলেন ? (i)ব্রাহ্মসংগীত (ii)শ্যামাসংগীত (iii) রবীন্দ্রসংগীত (iv)পদাবলী
উত্তরঃ- (ii)শ্যামাসংগীত
(k) ‘ভারতবিবেকম্’ নাটকের রচয়িতা কে ? (i)যতীন্দ্রবিমল বসু (ii)যতীন্দ্রবিমল রায় (iii)যতীন্দ্রবিমল চৌধুরী (iv)অনিলা দেবী ।
উত্তরঃ- (iii)যতীন্দ্রবিমল চৌধুরী
(l) শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী কে ? (i)ভৈরবী (ii) ভবতারিণী (iii)ভুবনেশ্বরী (iv)সরস্বতী ।
উত্তরঃ- (ii) ভবতারিণী
সাহিত্যের ইতিহাস
(m) বেদ -এর অপর নাম কী ? (i)ধর্মগ্রন্থ (ii) উপনিষদ্ (iii)স্মৃতি (iv)শ্রুতি ।
উত্তরঃ- (iv)শ্রুতি ।
(n) মহাভাষ্যকার কে ? (i)পাণিনি (ii)পতঞ্জলি (iii)কাত্যায়ন (iv)যাস্ক ।
উত্তরঃ- (ii)পতঞ্জলি
(o) মহাভারতের মোট কটি পর্ব ? (i)সাত (ii)চার (iii)আঠারো (iv)তেরো ।
উত্তরঃ- (iii)আঠারো
2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল ?
উত্তরঃ- চোর ও ব্রহ্মরাক্ষসের তর্কবিতর্কের কারণে ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠেছিল
(b) “ত্বাম্ এবায়ং রাক্ষসো ভক্ষয়িতুম্ ইচ্ছতি ।” – কে, কাকে বলেছিল ?
উত্তরঃ- “ত্বাম্ এবায়ং রাক্ষসো ভক্ষয়িতুম্ ইচ্ছতি” এই কথাটি ক্রূরকর্মা নামক চোর দ্রোণ নামক ব্রাহ্মণকে বলেছিল
(c) রাজহংসের তিনজন অমাত্যের নাম কী ?
উত্তরঃ- রাজহংসের তিনজন অমাত্যের নাম হল- সত্যবর্মা, পদ্মোদ্ভব ও সিতবর্মা
(d) রত্নোদ্ভব কেন সমুদ্রযাত্রা করেছিলেন ?
উত্তরঃ- ব্যাবসাবাণিজ্যের উদ্দেশ্যে রত্নোদ্ভব সমুদ্রযাত্রা করেছিলেন
(e) বিটনটবারনারীপরায়ণঃ কে ছিলেন ?
উত্তরঃ- বিটনটবারনারীপরায়ণঃ ছিলেন কামপাল
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(f) বিষ্ণুর তৃতীয় অবতার কে ?
উত্তরঃ- বিষ্ণুর তৃতীয় অবতার হলেন- বরাহ।
(g) “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অপি বেদম্ ।” – কোন্ অবতারের সম্বন্ধে বলা হয়েছে ?
উত্তরঃ- “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অপি বেদম্ ।” এটি ভগবান বিষ্ণুর মস্য অবতারের সম্বন্ধে বলা হয়েছে
(h) ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিলেন ?
উত্তরঃ- ভগবান বামন রূপে বলিকে ছলনা করেছিলেন
(i) যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল ?
উত্তরঃ- যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল
(j) মেঘদূত কে রচনা করেছিলেন ?
উত্তরঃ- মেঘদূত মহাকবি কালিদাস রচনা করেছিলেন
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(k) নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ?
উত্তরঃ- নরেন্দ্রনাথ কলকাতার সিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ীতে প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন।
(l) নরেন্দ্রনাথের বংশ পরিচয় কী ?
উত্তরঃ- কলকাতার সিমুলিয়া অঞ্চলের দত্তবংশে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন।
(m) “অপূর্বঃ তব কণ্ঠস্বরঃ” – কার উদ্দেশ্যে, কে বলেছিলেন ?
উত্তরঃ- “অপূর্বঃ তব কণ্ঠস্বরঃ” – আলোচ্য উদ্ধৃতিটি নরেন্দ্রনাথের উদ্দেশ্যে, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন
(n) মঞ্চে কে কে উপস্থিত আছেন ?
উত্তরঃ- মঞ্চে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ ও ভক্তগণ উপস্থিত আছেন
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(o) শুক্লযজুর্বেদের অপর নাম কী ?
উত্তরঃ- শুক্লযজুর্বেদের অপর নাম বাজসনেয়ী সংহিতা
(p) শতপথ ব্রাহ্মণ কোন্ বেদের সঙ্গে সংশ্লিষ্ট ?
উত্তরঃ- শতপথ ব্রাহ্মণ শুক্লযজুর্বেদের সঙ্গে সংশ্লিষ্ট
(q) রামায়ণের কাণ্ডের সংখ্যা কত ?
উত্তরঃ- রামায়ণের কাণ্ডের সংখ্যা সাতটি
3.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) “একার্যাবেবাবাম্” – ব্যাখ্যা করো ।
(b) মগধরাজের চরিত্রর বর্ণনা করো ।
4.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) মৎস্য, কূর্ম ও বরাহ অবতার -এর বৈশিষ্ট্য আলোচনা করো ।
(b) তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো ।
5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো ।
(b) শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো ।
6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো ।
(b) সংস্কৃত গল্পসাহিত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো ।
7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) কামার্তা হি প্রকৃতিকৃপণাশ্চেতনাচেতনেষু ।
(b) শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্ ।
ব্যাকরণ ও অনুবাদ
8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) নদী + অম্বু ।
উত্তর:- নদ্যম্বু
(b) উপ + এহি ।
উত্তর:- উপেহি
(c) প্র + এজতে ।
উত্তর:- প্রেজতে
(d) মনস্ + ঈষা ।
উত্তর:- মনীষা
9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) সংস্কৃতঃ ।
উত্তর:- সম্ + কৃতঃ
(b) গবেন্দ্রঃ ।
উত্তর:- গো + ইন্দ্রঃ
(c) পরীক্ষা ।
উত্তর:- পরি + ঈক্ষা
(d) স্বাগতম্ ।
উত্তর:- সু + আগতম্
10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) যুষ্মদ্ শব্দের সপ্তমী বহুবচন ।
উত্তর:- যুষ্মাসু।
(b) লতা শব্দের পঞ্চমী একবচন ।
উত্তর:- লতায়া:
(c) নদী শব্দের প্রথমা একবচন ।
উত্তর:- নদী।
(d) ফল শব্দের ষষ্ঠী বহুবচন ।
উত্তর:- ফলানাম্।
11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √গম্ + লট্ উত্তমপুরুষ বহুবচনম্ ।
উত্তর:- গচ্ছাম:।
(b) √সেব্ + লোট্ মধ্যমপুরুষ একবচনম্ ।
উত্তর:- সেবস্ব।
(c) √স্থা + লৃট্ প্রথমপুরুষ বহুবচনম্ ।
উত্তর:- স্থাস্যন্তি।
(d) √ভূ + লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনম্ ।
উত্তর:- অভবতম্
12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) শাস্ + ক্যপ্ ।
উত্তর:- শিষ্য:।
(b) সহ + তুমুন্ ।
উত্তর:- সহিতুম্
(c) কৃ + তব্য ।
উত্তর:- কর্তব্য।
(d) গম্ + ক্ত্বাচ্ ।
উত্তর:- গত্বা।
(e) বৃৎ + শানচ্ ।
উত্তর:- বর্তমান।
13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) বিনা
উত্তর:- বিনা (ব্যতীত) জ্ঞানং বিনা বৃথা জীবনম্।
(b) সর্বত্র
উত্তর:- সর্বত্র (সব জায়গায়) সর্বত্র ঈশ্বরঃ অস্তি।
(c) নিকষা
উত্তর:- নিকষা (নিকটে) গ্রামং নিকষা নদী প্রবহতি।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।
উত্তরঃ- উক্ত কর্মে প্রথমা বিভক্তি।
(b) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ ।
উত্তরঃ- অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি।
(c) সর্পাৎ বিভেতি বালকঃ ।
উত্তরঃ- ভয়ার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।
(d) বৃক্ষাৎ ফলং পততি ।
উত্তরঃ- “ধ্রুবমপায়েহপাদানম্” সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।
(e) গ্রামায় গচ্ছতি কৃষকঃ ।
উত্তরঃ- চেষ্টা বোঝাতে গমনার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
অস্তি কস্মিংশ্চিৎ সমুদ্রোপকণ্ঠে মহান্ জম্বুপাদপঃ সদাফলঃ। তত্র চ রক্তমুখঃ নাম বানরঃ প্রতিবসতি স্ম। তত্র চ তস্য তরোঃ অধঃ কদাচিৎ করালমুখঃ নাম মকরঃ সমুদ্রসলিলাৎ নিষ্ক্রম্য সুকোমলবালুকাসনাথে তীরোপান্ডে নিবিষ্টঃ। ততঃ চ রক্তমুখেন স প্রোক্তঃ-ভোঃ! ভবান্ অভ্যাগতঃ অতিথিঃ। তৎ ভক্ষয়তু ময়া দত্তানি অমৃতকল্পানি জম্বুফলানি। এবম্ উত্ত্বা তস্মৈ জম্বুফলানি প্রযচ্ছতি। সঃ অপি তানি ভক্ষয়িত্বা তেন সহ চিরং গোষ্ঠীসুখম্ অনুভূয় ভূয়ঃ অপি স্বভবনম্ অগাৎ।
(a) জম্বুপাদপ: কুত্র আসীৎ?
উত্তর:- কস্মিংশ্চিৎ সমুদ্রোপকণ্ঠে জম্বুপাদপ: আসীৎ।
(b) বানরস্য নাম কিমাসীৎ?
উত্তর:- বানরস্য নাম রক্তমুখ: আসীৎ।
(c) কি চাসীৎ মকরস্য নাম?
উত্তর:- মকরস্য নাম করালমুখঃ চাসীৎ।
(d) মকর: কুত্র অবসৎ?
উত্তর:- মকর: সমুদ্রস্য তরোরধঃ অবসৎ।
(e) বানরঃ মকর: কিম্ উত্তবান্?
উত্তর:- বানরঃ মকরম্ উত্তবান্ – ‘ভোঃ! ভবান্ অভ্যাগতোহতিথিঃ। তদ্ ভক্ষয়তু ময়া দত্তানি অমৃতকল্পানি জম্বুফলানি।’
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a) একস্মিন্ অরণ্যে একঃ শৃগালঃ আসীৎ। তস্য নাম আসীৎ চণ্ডরবঃ। ক্ষুৎকাতরঃ অসৌ শৃগালঃ একদা নগর মধ্যে প্রাবিশৎ। তদা নগরস্য অন্যে কুক্কুরাঃ তীক্ষ্ণঃ দন্তৈঃ তং দংশন্তি স্ম। সচ শৃগালঃ প্রাণভয়াৎ সমীপে বিদ্যমানস্য রজকস্য গৃহং প্রাবিশৎ।
উত্তরঃ- কোনো এক বনে এক শিয়াল বাস করত। তার নাম ছিল চণ্ডরব। খিদেয় কাতর হয়ে সেই শিয়াল একদিন শহরের মধ্যে ঢুকে পড়েছিল। তখন শহরের অন্য কুকুরগুলো তীক্ষ্ণ দাঁত দিয়ে তাকে কামড়ে দিল। আর সে (তখন) প্রাণভয়ে কাছাকাছি এক ধোপার বাড়িতে প্রবেশ করল।
(b) শরীরম্ আদ্যং খলু ধর্মসাধনম্। সুস্থশরীরং বিনা জীবনযাত্রা ন সম্ভবতি। শরীরচর্চাং বিনা শরীরং নীরোগং সুস্থং চ ন ভবতঃ। এতদর্থং সম্প্রতি বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ে বিশেষাবধানং দীয়তে। পাঠ্যক্রমে চ শরীরচর্চা অন্তর্ভুক্তা জাতা।
উত্তরঃ- শরীরই হল ধর্মোপার্জনের প্রথম সহায়ক বস্তু। সুস্থ শরীর ছাড়া জীবনযাত্রা সম্ভব হয় না। শরীরচর্চা ছাড়া শরীর নীরোগ ও সুস্থ হয় না। ন এইজন্য সম্প্রতি স্কুলে শরীরচর্চা বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ন পাঠক্রমে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।









