চারুদত্ত নাটক টির শ্রেণি, চারুদত্ত নাটকের উৎস, চারুদত্ত নাটকের নামকরণ, চারুদত্ত নাটকের বিষয়বস্তু, চারুদত্ত নাটকের বিশেষ বৈশিষ্ট্য, চারুদত্ত নাটকের কয়েকটি বিশেষ চরিত্র সম্পর্কে আলোচনা।
Table of Contents
ভাসের চারুদত্ত নাটক
| নাট্যগ্রন্থ | চারুদত্ত নাটক |
| রচয়িতা | ভাস |
| উৎস | প্রচলিত লোককথা বা কল্পিত কাহিনি |
| অঙ্ক | ৪ টি |
| শ্রেণি | ‘প্রকরণ’ শ্রেণির দৃশ্যকাব্য |
| নায়ক | চারুদত্ত |
| নায়িকা | বসন্তসেনা |
ভাসের চারুদত্ত নাটকের অঙ্ক সংখ্যা
৪ অঙ্কের অসম্পূর্ণ নাটক।
ভাসের চারুদত্ত নাটকের শ্রেণি
নাটকটি ‘প্রকরণ’ শ্রেণির দৃশ্যকাব্য।
ভাসের চারুদত্ত নাটকের উৎস
প্রচলিত লোককথা বা কল্পিত কাহিনি অবলম্বনে নাটকটি রচিত।
ভাসের চারুদত্ত নাটকের নায়ক-নায়িকা
নায়ক চারুদত্ত ও নায়িকা বসন্তসেনা।
ভাসের চারুদত্ত নাটকের নামকরণ
নাটকের নায়ক ‘চারুদত্ত’এর নামানুসারে নাটকটির এরূপ নামকরণ।
ভাসের চারুদত্ত নাটকের বিদূষক
বিদূষক চরিত্রের নাম হল ‘বসন্তক’।
ভাসের চারুদত্ত নাটকের বিষয়বস্তু
দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত ও নটী বসন্ত-সেনার প্রণয়কাহিনি অবলম্বনে নাটকটি রচিত। মদনমন্দিরের উৎসব- প্রাঙ্গণে উভয়ের সাক্ষাৎকার এবং প্রণয়ের সূচনা। কিন্তু দরিদ্র চারুদত্তের সঙ্গে বসন্তসেনার প্রণয়ের প্রধান অন্তরায় ছিল বসন্তসেনার অর্থলোলুপ জননী। দুর্বৃত্ত রাজশ্যালক শকারের প্রলোভন ও মায়ের পীড়াপীড়ি উপেক্ষা করে বসন্তসেনা চারুদত্তের কাছে যেতে উদ্যত হন। এখানে নাটকটি হঠাৎ সমাপ্ত হয়েছে। নায়ক-নায়িকার মিলন না থাকায় নাটকটিকে অসমাপ্ত বলে অনুমান করা হয়।
ভাসের চারুদত্ত নাটকটির বিশেষ বৈশিষ্ট্য
- ১. শূদ্রকের মৃচ্ছকটিক নাটকটি ভাসের ‘চারুদত্ত’ নাটকের অনুকরণে রচিত।
- ২. চারুদত্ত নাটকটি একটি ‘সামাজিক নাটক’ হিসাবে পরিচিত।
- ৩. চারুদত্ত নাটকটিতে নায়ক-নায়িকার মিলন না হয়েই হঠাৎ করে সমাপ্ত হয়েছে। তাই নাটকটিকে ‘অসমাপ্ত নাটক’ বলে।
- ৪. চারুদত্ত নাটকের প্রারম্ভে ‘মাঙ্গলিকশ্লোক’ এবং সমাপ্তিতে ‘ভরতবাক্য’ লক্ষিত হয় না।
ভাসের চারুদত্ত নাটকের কয়েকটি বিশেষ চরিত্র
- ১. চারুদত্ত উজ্জয়িনীর সম্ভ্রান্ত ও সমৃদ্ধ ব্রাহ্মণ বণিক্।
- ২. বসন্তসেনা- গণিকা।
- ৩. মদনিকা- বসন্তসেনার পরিচারিকা।
- ৪. শকার- দুর্বৃত্ত রাজশ্যালক।
আরোও পড়ুন
ভাসের লেখা অন্যান্য নাটকগুলি হল- প্রতিমা, অভিষেক, দূতবাক্য, দূতঘটোৎকচ, কর্ণভার, মধ্যমব্যায়োগ, ঊরুভঙ্গ, পঞ্চরাত্র, বালচরিত, প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন স্বপ্নবাসবদত্তা, অবিমারক ও চারুদত্ত।
(FAQ) মহাকবি ভাসের লেখা চারুদত্ত নাটক সম্পর্কে জিজ্ঞাস্য?
চারুদত্ত নাটকটি রচয়িতা হলেন- মহাকবি ভাস।
চারুদত্ত নাটকটির নায়ক হলেন- চারুদত্ত।
চারুদত্ত নাটকটির নায়িকা হলেন- বসন্তসেনা।
চারুদত্ত নাটকটি ‘প্রকরণ’ শ্রেণির দৃশ্যকাব্য।









