ধাতুরূপ – সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ, স্নাতক, স্নাতকত্তোর, এস. এস. সি – র সংস্কৃত শিক্ষার্থীর প্রয়োজনীয় সংস্কৃত ব্যাকরণের সকল ধাতু-রূপ একসাথে দেওয়া হল ।
Table of Contents
সংস্কৃত ধাতু
প্রথমেই ধাতুরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল । তারপর সংস্কৃত ব্যাকরণের সকল ধাতু-রূপগুলি দেওয়া হয়েছে ।
ধাতু
“ভূবাদয়ো ধাতবঃ” ক্রিয়ার মূল প্রকৃতিকে ধাতু বলে । যেমন – ভূ, গম্ ইত্যাদি ।
ল-কার
ধাতুর পরে লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্, লিট্ প্রভৃতি দশটি বিভক্তির প্রয়োগ হয় এই বিভক্তিগুলি ল-বর্ণ দিয়ে গঠিত বলে এদের ল-কার বলা হয় ।
পুরুষ
প্রত্যেক ল-কারের তিনটি করে পুরুষ হয়
আপনি যদি সংস্কৃত ব্যাকরণের সকল ধাতুরূপ দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ ।
ভ্বাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| ভূ | হওয়া | পরস্মৈপদী | 
| ক্রন্দ্ | কাঁদা | পরস্মৈপদী | 
| গম্ | যাওয়া | পরস্মৈপদী | 
| ক্রম্ | হাঁটা | পরস্মৈপদী | 
| সদ্ | যাওয়া | পরস্মৈপদী | 
| ষ্ঠিব্ | থুতু ফেলা | পরস্মৈপদী | 
| দৃশ্ | দেখা | পরস্মৈপদী | 
| ঘ্রা | ঘ্রাণ নেওয়া | পরস্মৈপদী | 
| বদ্ | বলা | পরস্মৈপদী | 
| জি | জয় করা | পরস্মৈপদী | 
| ধাব্ | দৌড়ানো | পরস্মৈপদী | 
| খাদ্ | খাওয়া | পরস্মৈপদী | 
| পঠ্ | পড়া | পরস্মৈপদী | 
| ভ্রম্ | ভ্রমণ করা | পরস্মৈপদী | 
| স্মৃ | স্মরণ করা | পরস্মৈপদী | 
| হস্ | হাসা | পরস্মৈপদী | 
| স্থা | থাকা | পরস্মৈপদী | 
| পা | পান করা | পরস্মৈপদী | 
| পত্ | পতিত হওয়া | পরস্মৈপদী | 
| হৃ | হরণ করা | পরস্মৈপদী | 
| শুচ্ | শোক করা | পরস্মৈপদী | 
| দা | দান করা | পরস্মৈপদী | 
| দনশ্ | দংশন করা | পরস্মৈপদী | 
| সিধ্ | যাওয়া | পরস্মৈপদী | 
| ম্না | মনে রাখা বা শেখা | পরস্মৈপদী | 
| আ-চম্ | চুমুক দেওয়া বা খাওয়া | পরস্মৈপদী | 
| সন্জ্ | লেগে থাকা | পরস্মৈপদী | 
| ধ্মা | ঘা | পরস্মৈপদী | 
| সেব্ | সেবা করা | আত্মনেপদী | 
| লভ্ | লাভ করা | আত্মনেপদী | 
| বৃৎ | বিদ্যমান থাকা | আত্মনেপদী | 
| সহ্ | সহ্য করা বা কষ্ট করা | আত্মনেপদী | 
| ত্রৈ | রক্ষা করা বা ত্রাণ করা | আত্মনেপদী | 
| ভাষ্ | কথা বলা | আত্মনেপদী | 
| যজ্ | উপাসনা করা | উভয়পদী | 
| নী | বহন করা | উভয়পদী | 
| গুহ্ | গোপন করা | উভয়পদী | 
ধাতু
অদাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| অদ্ | খাওয়া | পরস্মৈপদী | 
| অস্ | হওয়া, থাকা | পরস্মৈপদী | 
| ই | যাওয়া | পরস্মৈপদী | 
| জাগৃ | জাগা | পরস্মৈপদী | 
| পা | রক্ষা করা | পরস্মৈপদী | 
| যা | যাওয়া | পরস্মৈপদী | 
| রুদ্ | কাঁদা | পরস্মৈপদী | 
| বিদ্ | জানা | পরস্মৈপদী | 
| শাস্ | শাসন করা, উপদেশ দেওয়া | পরস্মৈপদী | 
| স্বপ্ | ঘুমানো | পরস্মৈপদী | 
| হন্ | হত্যা করা | পরস্মৈপদী | 
| শী | শোয়া, ঘুমানো | আত্মনেপদী | 
| আস্ | বসা | আত্মনেপদী | 
| অধি-ই | পড়া | আত্মনেপদী | 
| দুহ্ | দোহন করা, লাভ করা | উভয়পদী | 
| ব্রূ | বলা | উভয়পদী | 
ধাতু
রুধাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| হিন্স বা হিনস্ | হত্যা করা | পরস্মৈপদী | 
| রুধ্ | রোধ করা, আটকে রাখা | উভয়পদী | 
| ছিদ্ | ছেদন করা | উভয়পদী | 
| ভুজ্ | খাওয়া, ভোগ করা | উভয়পদী | 
ধাতু
হ্বাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| ভী | ভীত হওয়া | পরস্মৈপদী | 
| দা | দেওয়া | উভয়পদী | 
| ধা | ধারণ করা | উভয়পদী | 
ধাতু
তুদাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| ইষ্ | ইচ্ছা করা | পরস্মৈপদী | 
| প্রচ্ছ্ | জিজ্ঞাসা করা | পরস্মৈপদী | 
| স্পৃশ্ | স্পর্শ করা | পরস্মৈপদী | 
| মস্জ্ | ডুবে যাওয়া বা গোসল করা | পরস্মৈপদী | 
| মৃ | মরা | আত্মনেপদী | 
| বিজ্ | সরানো বা ভয় পাওয়া | আত্মনেপদী | 
| ভ্রস্জ্ | ভাজা | উভয়পদী | 
| তুদ্ | কষ্ট দেওয়া | উভয়পদী | 
ধাতু
দিবাদিগণীয় ধাতু
ধাতু
স্বাদিগণীয় ধাতু
ধাতু
তনাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| কৃ | করা | উভয়পদী | 
ধাতু
ক্র্যাদিগণীয় ধাতু
| ধাতু | বাংলা অর্থ | প্রকার | 
|---|---|---|
| অশ্ | খাওয়া | পরস্মৈপদী | 
| ক্রী | ক্রয় করা | উভয়পদী | 
| গ্রহ্ | গ্রহণ করা | উভয়পদী | 
| জ্ঞা | জানা | উভয়পদী | 
ধাতু










