কতিপয় সংস্কৃত ধাতু ও তাদের বাংলা অর্থ নিম্নে দেওয়া হল । যা থেকে শিক্ষার্থীরা প্রত্যেকটা সংস্কৃত ধাতুর বাংলা অর্থ পৃথক্ পৃথকভাবে জানতে পারবে ।
সংস্কৃত ধাতুর বাংলা অর্থ
কিছু সংস্কৃত ধাতুর বাংলা অর্থ নিম্নরূপ ।
অ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
অর্চ্ | অর্চনা করা, স্তুতি করা |
অদ্ | খাওয়া |
অশ্ | খাওয়া (ক্র্যাদিগণীয়) |
অশ্ | ব্যাপ্ত করা (স্বাদিগণীয়) |
অস্ | হওয়া, থাকা, নিক্ষেপ করা |
| |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থ আ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
আপ্ | পাওয়া, ব্যাপ্ত করা |
আস্ | বসা, বাস করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থ ই – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ই | যাওয়া (ভ্বাদিগণীয়) |
ইষ্ | ইচ্ছা করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থঈ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ঈক্ষ্ | দেখা |
ঈষ্ | হিংসা করা |
ঈশ্ | প্রভুত্ব করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থক – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
কথ্ | কথা বলা |
কম্প্ | কাঁপা |
কূজ্ | কূজন করা |
কৃ | করা |
ক্রন্দ্ | কাঁদা |
ক্রম্ | পদক্ষেপ করা |
ক্রী | ক্রয় করা |
ক্রীড়্ | খেলা করা |
ক্রুধ্ | রাগ করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থখ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
খাদ্ | খাওয়া |
খণ্ড্ | ভাঙা, টুকরো করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থগ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
গর্জ্ | গর্জন করা |
গম্ | যাওয়া |
গৈ | গাওয়া |
গ্রহ্ | গ্রহণ করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থঘ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ঘুষ্ | ঘোষনা করা |
ঘ্রা | গন্ধ নেওয়া, শোঁকা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থচ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
চর্ | বিচরণ করা, চলা, হাঁটা |
চল্ | চলা, যাওয়া |
চি | চয়ন করা, সংগ্রহ করা |
চিন্ত্ | চিন্তা করা |
চুম্ব্ | চুম্বন করা |
চুর্ | চুরি করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থছ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ছল্ | ছলনা করা |
ছিদ্ | ছেঁড়া, ছেদন করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থজ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
জন্ | জন্মগ্রহণ করা |
জপ্ | জপ করা |
জাগৃ | জাগা |
জি | জয় করা |
জীব্ | বাঁচা |
জ্বল্ | জ্বলা |
জ্ঞা | জানা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থত – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
তুদ্ | আঘাত করা, পীড়া দেওয়া |
ত্যজ্ | ত্যাগ করা |
ত্রৈ | ত্রাণ করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থদ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
দণ্ড্ | শাস্তি দেওয়া |
দন্ শ্, দংশ্ | দংশন করা |
দম্ | দমন করা |
দয়্ | দয়া করা |
দা | দেওয়া (ভ্বাদিগণীয়) |
দা | দেওয়া (হ্বাদিগণীয়) |
দিব্ | খেলা করা |
দুহ্ | দোহন করা |
দ্রুহ্ | ঈর্ষ্যা করা |
দৃশ্ | দেখা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থধ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ধাব্ | দৌড়ানো |
ধ্যৈ | ধ্যান করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থন – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
নম্ | নমস্কার করা |
নৃৎ | নাচ করা |
নী | বহন করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থপ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
পচ্ | রান্না করা |
পঠ্ | পাঠ করা |
পত্ | পতিত হওয়া |
পা | পান করা (ভ্বাদিগণীয়) |
পা | পালন করা (অদাদিগণীয়) |
পীড়্ | পীড়ন করা |
পূজ্ | পূজা করা |
প্রচ্ছ্ | জিজ্ঞাসা করা |
প্রথ্ | ছড়িয়ে দেওয়া |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থব – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ব্রূ | বলা |
বদ্ | বলা |
বচ্ | বলা |
বপ্ | বপন করা |
বস্ | বসা (ভ্বাদিগণীয়) |
বস্ | পরিধান করা (অদাদিগণীয়) |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থভ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
ভক্ষ্ | খাওয়া |
ভী | ভয় পাওয়া, ভয় করা |
ভুজ্ | খাওয়া, ভোগ করা, রক্ষা করা |
ভূ | হওয়া (ভ্বাদিগণীয়) |
ভূ | ভাবা, মেশা, মেশানো (চুরাদিগণীয়) |
ভ্রম্ | ভ্রমণ করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থম – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
মন্ | বিবেচনা করা, মনে করা, শ্রদ্ধা করা (তনাদিগণীয়) |
মন্ | জানা, ভাবা (দিবাদিগণীয়) |
মুণ্ড্ | কামানো, গুঁড়ো করা, মুণ্ডিত করা |
মুষ্ | চুরি করা |
মৃ | মরা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থয – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
যজ্ | যজ্ঞ করা, পূজা করা |
যা | যাওয়া |
যাচ্ | চাওয়া |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থর – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
রক্ষ্ | রক্ষা করা |
রচ্ | রচনা করা, লেখা |
রুচ্ | রুচি হওয়া |
রুদ্ | কাঁদা, ফুঁপিয়ে কাঁদা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থল – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
লিখ্ | লেখা |
লভ্ | লাভ করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থশ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
শপ্ | শাপ দেওয়া |
শাস্ | শেখানো, শাসন করা |
শ্রু | শোনা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থস – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
সহ্ | সহ্য করা |
সেব্ | সেবা করা |
স্তু | স্তব করা, পূজা করা |
স্না | স্নান করা |
স্মৃ | স্মরণ করা |
স্বপ্ | ঘুমানো |
স্থা | থাকা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থহ – বর্ণ দিয়ে শুরু সংস্কৃত ধাতুগুলির বাংলা অর্থ
ধাতু | বাংলা অর্থ |
---|
হন্ | হত্যা করা |
হস্ | হাসা |
হ্বে | ডাকা |
হু | আহুতি দেওয়া, যজ্ঞ করা |
হৃ | হরণ করা |
সংস্কৃত ধাতু ও বাংলা অর্থ