শিক্ষক দিবস উপলক্ষে WBSSC SANSKRIT MCQ TEST Competition আয়োজন করা হয়েছে । ডব্লিউবিএসএসসি সংস্কৃত এমসিকিউ পরীক্ষা প্রতিযোগিতায় সকলকে অংশ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে । WBSSC / SLST Sanskrit Syllabus অনুসারে MCQ TEST Competition এর আয়োজন ।
Table of Contents
SANSKRIT MCQ TEST Competition
শিক্ষক দিবস সম্পর্কে কিছু কথা –
যে কোনো সফল মানুষের পেছনে শিক্ষক মহাশয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেই থাকবেন তা নয়। তিনি শিক্ষার্থীর চলার পথে পরামর্শ দিবেন, ব্যার্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দিবেন, সাফল্যের সময় আবার নতুন লক্ষ্য স্থির করে দিবেন। তিনি শিক্ষার্থীকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন।
শিক্ষক দিবস উপলক্ষে WBSSC SANSKRIT MCQ TEST Competitionআয়োজন করা হয়েছে । অংশ গ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম তিন জনকে পুরস্কৃত করা হবে । পুরস্কার ডাক যোগে পাঠান হবে ।
পরিচালনায় –
সহযোগিতায় –
পুরস্কার-
প্রথম তিন জনকে পুরস্কৃত করা হবে ।
ডব্লিউবিএসএসসি সংস্কৃত এমসিকিউ পরীক্ষা প্রতিযোগিতার নিয়মাবলী
Total Question – 50 টি
Time – 30 minutes
প্রতি প্রশ্নের মান – 2
পরীক্ষার সময় – আজ (5/9/21)
পরীক্ষা পদ্ধতি –
- (1) প্রশ্ন পত্রের Link এ Click করুণ।
- (2)নাম, সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগের নাম্বার দিন। এই তথ্যগুলি সঠিকভাবে লিখবেন। যিনি সঠিকভাবে না লিখবেন তাকে এই Competition থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
- (3)Start Option টিতে Click করুণ।
- (4)এরপর পরীক্ষা দেন। উপরে সময় দেখতে পাবেন।
নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা দিয়ে Submit Option টিতে Click করে Submit করুণ।
Result – আগামীকাল (6/9/21) রাত্রি 9 টার পর প্রকাশ করা হবে।
Result দেখার পদ্ধতি – www.sanskritsikshakendra.com এই Website এ প্রকাশ করা হবে। এছাড়াও বিভিন্ন গ্রুপে দেওয়া হবে।
বিষয় / Syllabus –
WBSSC / SLST Sanskrit Syllabus অনুসারে 50 টি MCQ TEST দেওয়া হয়েছে ।
বিঃদ্রঃ – আপনারা নিচের link এ click করে পরীক্ষা দিতে পারেন। কিন্তু এই প্রশ্নপত্রটি আর প্রতিযোগিতার প্রশ্ন পত্র নয়। প্রতিযোগিতাটি ছিলো 05/09/2021 তারিখে। আমরা আগামী বছর শিক্ষক দিবস উপলক্ষ্যে আবার এই প্রতিযোগিতার আয়োজন করবো।
WBSSC SANSKRIT MCQ TEST Competition Link
কিছু গঠনমূলক মতামত জানানোর জন্য অগ্রিম ধন্যবাদ ।
Vill-Jhitkia
P.o-Bahin
P. S-Raiganj
Dist-Uttar Dinajpur
Pin-733157
Thank you sir for organizing such a competition. The questions are too good.. Happy Teacher’s Day Sir..🙏🙏
Sanskrit
Ha