মহাকবি কালিদাস রচিত মেঘদূত থেকে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Syllabus অনুসারে একাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ নিচে দেওয়া হল।
মেঘদূত কোন ছন্দে রচিত, মেঘদূতের নায়ক কে, মেঘদূত বড়ো প্রশ্ন, মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা, মেঘদূত কাব্য কোন ছন্দে রচিত, একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূত বড় প্রশ্ন উত্তর, মেঘদূত কার লেখা, তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা কর, মেঘের বংশের নাম কি ছিল, বপ্রক্রীড়া শব্দের অর্থ কী
Table of Contents
মেঘদূত থেকে ছোটো প্রশ্ন
মহাকবি কালিদাসের লেখা মেঘদূত পদ্যাংশ থেকে একাদশ শ্রেণীর জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্ধারিত পাঠ্য দশটি শ্লোক থেকে ছোটো প্রশ্নোত্তর আলোচনা করা হল ।
মেঘদূত
রচয়িতা | মহাকবি কালিদাস |
রচনাকাল | চতুর্থ শতক |
শ্লোক সংখ্যা | 117 টি |
শ্রেণী | গীতিকাব্য |
বিভাগ | 2 টি (পূর্বমেঘ ও উত্তর মেঘ) |
ছন্দ | মন্দাক্রান্তা |
মেঘদূত কাব্যে মেঘের যাত্রাপথের বর্ণনা, মেঘদূত শ্লোক ব্যাখ্যা, যক্ষ পত্নী কোথায় থাকেন, কোন বংশে মেঘের জন্ম, মেঘদূত প্রশ্ন উত্তর, মেঘদূত প্রবন্ধে কোন বৈষ্ণব পদের উল্লেখ আছে, যক্ষ কে কেন নির্বাসিত করা হয়েছিল, কালিদাস প্রশ্ন উত্তর, মেঘদূত এর নায়ক কে, মেঘদূত প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর pdf, যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল
মেঘদূত – পূর্বপাঠ
1.”মেঘদূত” কে রচনা করেছিলেন ?
উঃ-“মেঘদুত” মহাকবি কালিদাস রচনা করেছিলেন।
6.মহাকবি কালিদাসের ‘মেঘদূত’ ছাড়া অন্য একটি গীতিকাব্যের নাম লেখ ?
উঃমহাকবি কালিদাসের ‘মেঘদূত’ ছাড়া অন্য একটি গীতিকাব্যের নাম হল “ঋতুসংহারম্”।
2.কোন্ বংশে মেঘের জন্ম ?
উঃ-পুষ্কর ও আবর্তক বংশে মেঘের জন্ম।
8.’মেঘদূত’ কোন্ শ্রেণীর কাব্য ?
উঃ-‘মেঘদূত’ একটি প্রেমমূলক গীতিকাব্য।
9.আলংকারিকরা গীতিকাব্যের কী নাম দিয়েছেন ?
উঃ-আলংকারিকরা গীতিকাব্যের কোনো শ্রেণীবিভাগ করেননি। তাঁদের মতে গীতিকাব্য একটি খণ্ডকাব্য।
10.কালিদাসের ‘মেঘদূত’ কয়টি খন্ডে বিভক্ত ও কি কি ?
উঃ-কালিদাসের ‘মেঘদূত’ দুটি খন্ডে বিভক্ত। যথা- পূর্বমেঘ ও উত্তরমেঘ।
11.তোমার পাঠ্যাংশটি কোন্ খন্ডের অন্তর্গত ?
উঃ-আমার পাঠ্যাংশটি পূর্বমেঘের অন্তর্গত।
12.”মেঘদূতম্”এর শ্লোক সংখ্যা কত ?
উঃ-“মেঘদূতম্”এর শ্লোক সংখ্যা 118 টি।
13.”মেঘদূতম্”কোন ছন্দে রচিত ?
উঃ-“মেঘদূতম্” মন্দাক্রান্তা ছন্দে রচিত।
মেঘদূত-শ্লোক -1
মেঘদূত-শ্লোক – 2
মেঘদূত কে রচনা করেন, মেঘদূত কাব্য, যক্ষ মেঘকে কি বলেছিল, রামগিরি পর্বত কোথায়, দুটি গীতিকাব্যের নাম লেখো, মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টীকা লেখো, কালিদাসের মেঘদূত শ্লোক, মেঘদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন, মেঘদূত কাব্যের বিষয়বস্তু, মেঘদূত প্রবন্ধে কোন বৈষ্ণব পদের উল্লেখ আছে কোন কবি কোন পদ
মেঘদূত-শ্লোক – 3
মেঘদূত-শ্লোক – 4
মেঘদূত অর্থ কি, মেঘ কোন বংশের, মেঘদূত শ্লোক, মেঘদূত এর রচয়িতা কে, মেঘদূত কাব্য কার লেখা, মেঘদুত কোন ছন্দে রচিত, যক্ষের স্ত্রীর নাম কি, মেঘদূত কোন শ্রেণীর কাব্য, কালিদাসের মেঘদূত, কালিদাসের মেঘদূত বিষয়বস্তু, যক্ষ কে, মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা কর, মেঘদূত কাব্য pdf
মেঘদূত-শ্লোক – 5
মেঘদূত-শ্লোক – 6
মেঘদূত-শ্লোক – 7
মেঘদূত-শ্লোক – 8
মেঘদূত-শ্লোক – 9
নির্বাসিত যক্ষ, মেঘদূত পূর্বমেঘ, মেঘদূত কাব্য কোন ছন্দে লেখা, মেঘদূত কাব্যের শ্লোক, মেঘদূত কী জাতীয় কাব্য, মেঘদূত কোন ধরনের কাব্য, মেঘদূত’ কাব্য টি কোন ছন্দে রচিত, প্রাচীন সাহিত্য মেঘদূত, meghdutam in bengali, রামগিরি পর্বত, মেঘের বংশের নাম কি, মেঘদূত কাব্যের প্রথম শ্লোক, যক্ষ অর্থ
মেঘদূত-শ্লোক – 10
3.”বপ্রক্রীড়া” শব্দের অর্থ কি ?
উঃ-“বপ্রক্রীড়া” বলতে দাঁত বা শিং দিয়ে মাটি উৎখাত করাকে বোঝায়।
4.যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল ?
উঃ-যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল।
5.যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল ?
উঃ-কর্তব্যে অবহেলা করার জন্য যক্ষকে নির্বাসিত করা হয়েছিল।
7.”অদ্রৌ” শব্দের অর্থ কি ?
উঃ-“অদ্রৌ” শব্দের অর্থ – পর্বতে।
14.যক্ষকে অভিশাপ দিয়েছিলেন ?
উঃ-যক্ষকে তার প্রভু ধনপতি কুবের অভিশাপ দিয়েছিলেন।
15.কালিদাস অভিশপ্ত যক্ষের নাম উল্লেখ করেননি কেন ?
উঃ-“ভর্তুরাজ্ঞাং ন কুর্বন্তি যে চ বিশ্বাসঘাতকাঃ।”-এই শাস্ত্রবচন অনুসারে যক্ষ বিশ্বাসঘাতক। গ্রন্থের প্রারম্ভে এদের নাম উল্লেখ করা উচিত নয়।
16.যক্ষকে কতদিনের জন্য অভিশাপ ভোগ করতে হয়েছিল ?
উঃ-যক্ষকে একবছরের জন্য অভিশাপ ভোগ করতে হয়েছিল।
17.”প্রত্যগ্রৈঃ”শব্দের অর্থ কি ?
উঃ-“প্রত্যগ্রৈঃ” শব্দের অর্থ- সদ্যপ্রস্ফুটিত।
18.যক্ষ মেঘের জন্য কোন্ পুষ্পের অর্ঘ্যরচনাকরেছিল ?
উঃ-যক্ষ মেঘের জন্য কুটজ কুসুম অর্থাৎ কুরচি ফুলের অর্ঘ্য রচনা করেছিল ?
19.তোমার পাঠ্যাংশ থেকে মেঘের দুটি প্রতিশব্দ লেখ ?
উঃ-আমার পাঠ্যাংশ থেকে মেঘের দুটি প্রতিশব্দ হল- জীমূত ও পয়োদ।
20.যক্ষ কোন্ দিন আকাশে মেঘের সঞ্চার দেখেছিল ?
উঃ- যক্ষ আষাঢ় মাসের প্রথম দিনে আকাশে মেঘের সঞ্চার দেখেছিল।
21.”কৌতুকাধানহেতু” পদটির অর্থ কি ?
উঃ-“কৌতুকাধানহেতু” পদটির অর্থ- কামনার উদ্দীপক।
22.মেঘ কাদের শরণম্ ?
উঃ-মেঘ সন্তপ্তদের শরণ তথা আশ্রয়স্থল।
মেঘদূত কালিদাস, মেঘদূত শ্লোক সংস্কৃত, মেঘদূত সম্পর্কে টীকা, মেঘদূতম কোন ছন্দে রচিত, মেঘদূতের কবিতা, মেঘদূত নায়ক কে, কালিদাস রচিত দুটি গ্রন্থের নাম, তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা কর, মেঘদূত টিকা, কালিদাসের স্ত্রীর নাম কি, meghdoot meaning