শব্দরূপ Online MCQ Test for WBSSC-SLST

HS/Collage/University /WBSSC শিক্ষার্থীদের জন্য শব্দরূপ (সংখ্যাবাচক) হতে Online MCQ Test Set নিচে দেওয়া হল। যা থেকে শিক্ষার্থীরা যে কোনো সরকারী পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। শব্দরূপ কাকে বলে

শব্দরূপ Online MCQ

সংস্কৃত শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে একাদশ, দ্বাদশ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও যে কোনো সরকারী চাকরীর পরীক্ষার উপযোগী করে শব্দরূপ থেকে Online MCQ পরীক্ষার একটি Set নিচে দেওয়া হল।

নিচে যে Set টি দেওয়া হয়েছে তাতে সকল সংখ্যাবাচক শব্দ দেওয়া হয়েছে।

সংখ্যাবাচক শব্দ – এক, দ্বি, ত্রি, চতুর্, পঞ্চন্, ষষ্, সপ্তন্, অষ্টন্, নবন্, দশন্।

পরীক্ষা দেওয়ার আগে সংখ্যাবাচক শব্দের গুরুত্বপূর্ণ দিকগুলি লক্ষ্য করুণ

এক শব্দ কেবল একবচনান্ত হয়। এর দ্বিবচন ও বহুবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়।

দ্বি শব্দ কেবল দ্বিবচনান্ত হয়। এর একবচনও বহুবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়।

ত্রি শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়।

চতুর্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়।

পঞ্চন্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে একই রূপ হয়।

ষষ্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে একই রূপ হয়।

সপ্তন্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে একই রূপ হয়।

অষ্টন্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে একই রূপ হয়।

নবন্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে একই রূপ হয়।

দশন্ শব্দ কেবল বহুবচনান্ত হয়। এর একবচন ও দ্বিবচন হয় না। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে একই রূপ হয়।

উপরে দেওয়া নির্দিষ্ট শব্দরূপ থেকে অনলাইন এম. সি. কিউ. টেস্টটি তৈরি করা হয়েছে।

Online MCQ Test ()

[WpProQuiz 7]

[WpProQuiz_toplist 7]

শব্দরূপ সম্পর্কে জিজ্ঞাস্য (FAQ)

শব্দরূপ কাকে বলে ?

উত্তর:- প্রাতিপদিকের উত্তর সুপ্ বিভক্তি যোগে যে পদ তৈরি হয় তাকে শব্দরূপ বলে।

শব্দরূপ কী ?

উত্তর:- আমরা জানি বাক্যে পদ ব্যবহৃত হয়। শব্দে বিভক্তি যুক্ত হয়ে পদ তৈরী হয়। যেমন- আমরা, তোমরা ইত্যাদি। শব্দের এই রূপ পরিবর্তনই হল শব্দরূপ। বাংলার মতো সংস্কৃতেও তা হয়। শব্দের সাথে সুপ্ বিভক্তি যোগে বচন ও লিঙ্গ ভেদে শব্দের রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে।

Join Telegram Group

সংস্কৃত শিক্ষা কেন্দ্র

MCQ Test দেওয়ার জন্য Click করুণ

পুরাণ MCQ Online Test

এখনো কাজ সম্পূর্ণ হয়নি।

Leave a Comment