H.S., Class – XI, 2nd Semester Sanskrit Model Question Paper-ii, 2025, উত্তর সহ দেওয়া হল (West Bengal Council of Higher Secondary Education)
Table of Contents
West Bengal Council of Higher Secondary Education 2nd Semester Sanskrit Model Question Paper-ii, 2025
| Class | XI |
| Semester | II |
| Subject | Sanskrit |
| Board | WBCHSE |
| Topic | Model Question |
| Number | II |
নমুনা প্রশ্ন-২
SAQ & DQ, F.M. 40
1. সংস্কৃত ভাষায় উত্তর দাও (যে-কোনো তিনটি): 2×3=6
- i. ‘प्रतिज्ञासाधनम्’ ग्रन्थस्य मूलं किम्? तस्य ग्रन्थस्य कः प्रणेता?
- ii. कति ऋतवः भवन्ति ? कानि च तेषां नामानि?
- iii. ‘यदा स्मरसि तदा लभस्व’ कः कमवदत्? अत्र किं स्मरणीयम्?
- iv. कः आसीत् अङ्गराजः कश्च शल्यराजः?
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): 2×2=4
- i. পাঠ্য ‘প্রতিজ্ঞাসাধনম্’-এ প্রাকৃতিক প্রতিকূলতা বিষয়ে সংক্ষেপে লেখে।
- ii. ‘ঋতুচর্যা’ পাঠ্যানুসারে প্রথম ও শেষ ঋতু দুটি লেখো।
- iii. কর্ণ যে গাভীগুলি দিতে চেয়েছিলেন তাদের বৈশিষ্ট্য লেখো।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): 5×2=10
- i. তাৎপর্য লেখো: ‘कार्य वा साधयेयम् देहं वा पातयेयम्’।
- ii. ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশের সংক্ষিপ্তসার লেখো।
- iii. ‘शक्रः खलु मया वञ्चितः।’ শক্র কে? বস্তা কেন এমনটি মনে করেন? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
4. নির্দেশানুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি): 2×5=10
- i. বিসর্গ স্থানে ‘র’ হওয়ার সূত্রটি উদাহরণসহ লেখো।
- ii. ‘দৃশ্’ ধাতু কোন পদী? উক্ত ধাতুর লট্ ল-কারে ‘দৃশ’ স্থানে কী আদেশ হয়?
- iii. সত্য-মিথ্যা নির্ণয় করো। (ক) পিতৃ পঞ্চমী দ্বিচন-পিতা, (খ) পিতৃ সপ্তমী দ্বিবচন-পিত্রোঃ
- iv. তুমুন্ প্রত্যয়ের দুটি বৈশিষ্ট লেখো।
- v. ইতি + আদি-সাধিত রূপটি লিখে উপযুক্ত সূত্রটি ব্যাখ্যা করো।
- vi. লট্ ল-কার কখন অতীত কাল-এ হয় তা উদাহরণের মাধ্যমে বোঝাও।
- vii. ‘চতুর্’ শব্দের পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গের দ্বিতীয়া বিভক্তির রূপ লেখো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি): 2×3=6
- i. ‘মেঘদূত’ কার লেখা? এর ভাগগুলি লেখো।
- ii. জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোন্ রাজার সভাকবি ছিলেন?
- iii. বেদাঙ্গ কয়টি ও কী কী?
- iv. গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? গীতার অপর নাম লেখো।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি): 4×1=4
- i. সমাজজীবনে মহাভারতের প্রভাব লেখো।
- ii. শতপথ ব্রাহ্মণ সম্পর্কে যা জান লেখো।









