দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার: সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর

উচ্চ মাধ্যমিক, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টারের জন্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর। H.S., Class-XII, 4th Semester: Questions and Answers from the History of Sanskrit Literature.

দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার: সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর (H.S., Class-XII, 4th Semester: Questions and Answers from the History of Sanskrit Literature)

ClassXII
SemesterIV
SubjectSanskrit
BoardWBCHSE
TopicHistory of literature

দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার: সংস্কৃত সাহিত্যের ইতিহাস গদ্য-দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতিঃ থেকে প্রশ্ন উত্তর

1. ‘দশকুমারচরিত’ ও ‘অবন্তীসুন্দরীকথা’ সাহিত্য দুটি কার রচনা?

2.দন্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো।

3. সংক্ষেপে কাব্যাদর্শ সম্পর্কে লেখো।

4. বাণভট্টের পিতা-মাতার নাম লেখো।

5. ‘হর্ষচরিত’ কার লেখা? সাহিত্যটি কোন শ্রেণির?

6. শুকপাখি ও রাজা শূদ্রক পূর্বজন্মে কী ছিলেন?

7. ‘কাদম্বরী’ কোন্ শ্রেণির সাহিত্য? এর লেখক কে?

৪. হর্ষচরিত সম্পর্কে সংক্ষেপে লেখো।

9. গদ্যকাব্য কয়ভাগে বিভক্ত? উদাহরণ দাও।

10. রাজ্যশ্রীর পিতামাতার নাম লেখো। তার পতি কে ছিলেন?

11. গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে দন্ডী কী বলেছেন?

12. দশকুমার চরিত সম্পর্কে সংক্ষেপে লেখো।

13. দশকুমারচরিত কয়টি ভাগে বিভক্ত?

14. দণ্ডীর পিতা-মাতার নাম লেখো।

15. চন্দ্রাপীড় ও বৈশম্পায়নের পরিচয় দাও।

16. কাদম্বরীর বিভাগগুলি কী কী? বাণভট্ট কোন্ বিভাগের রচয়িতা?

দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার: সংস্কৃত সাহিত্যের ইতিহাস চম্পূ-নলচম্পু ও ভারতচম্পূঃ থেকে প্রশ্ন উত্তর

1. ‘ভারতচম্পু’-র উৎস কী? ‘ভারতচম্পু’ কার লেখা?

2. প্রাচীনতম চম্পুকাব্য কোন্টি? গ্রন্থটির অপর নাম লেখো।

3. চম্পুকাব্য কাকে বলে? চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে দন্ডী কী বলেছেন?

4. নলচম্পুর উৎস কী? নলচম্পুর লেখক কে?

5. নল কোন্ দেশের রাজা ছিলেন? তাঁর পত্নীর নাম লেখো।

6. নলচম্পুর বিভাগগুলি কী নামে পরিচিত? গ্রন্থটিতে কয়টি বিভাগ আছে?

7. রাজা নলের পিতা-মাতার নাম লেখো।

৪. ত্রিবিক্রমভট্টের পিতা-মাতার নাম লেখো।

দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার: সংস্কৃত সাহিত্যের ইতিহাস আয়ুর্বেদ-চরক ও সুশ্রুতঃ থেকে প্রশ্ন উত্তর

1. চরকসংহিতার মূল রচয়িতা কে? চরকসংহিতার সংস্কারক কে?

2. চরকসংহিতার আটটি স্থানের নাম লেখো।

3. শালাক্যতন্ত্র বিভাগটি কোন গ্রন্থে দেখা যায়? এর বিষয়বস্তু লেখো।

4. সুশ্রুতসংহিতার রচয়িতা কে? সুশ্রুতসংহিতার কয়টি স্থান?

5. অষ্টাঙ্গ আয়ুর্বেদের রচয়িতা কে? এই গ্রন্থের শেষ তন্ত্রটির নাম লেখো।

6. সুশ্রুতসংহিতার দুটি টীকা ও টীকাকারের নাম লেখো।

7. সুশ্রুত কার শিষ্য? সুশ্রুতসংহিতার সংস্কারক কে?

৪. অষ্টাঙ্গ আয়ুর্বেদের অঙ্গগুলির নাম লেখো।

9. অষ্টাঙ্গ আয়ুর্বেদের যে-কোনো একটি তন্ত্র সম্পর্কে লেখো।

10. চরকসংহিতার চিকিৎসাস্থানের বিষয়বস্তু লেখো।

11. আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা?

12. কোন্ গ্রন্থে প্রাচীন ভারতীয় শল্যচিকিৎসা পদ্ধতির প্রাধান্য দেখা যায়? গ্রন্থটির সংকলক কে?

13. চরক কে?

14. ছেদন ও ভেদনের সংজ্ঞা দাও।

15. সুশ্রুত কে?

16. আয়ুর্বেদের উৎস কোন্ বেদ? একটি আয়ুর্বেদশাস্ত্রের নাম লেখো।

17. চরকসংহিতার প্রথম ও শেষ স্থানের নাম লেখো।

দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার: সংস্কৃত সাহিত্যের ইতিহাস আধুনিক বাঙালি সংস্কৃতসাধক ও সাহিত্যকৃতিঃ থেকে প্রশ্ন উত্তর

1. সীতানাথ আচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?

2. ‘ননাবিতাড়নম্’ নাটকের সংস্কৃত বিশেষজ্ঞ কারা ছিলেন?

3. সীতানাথ আচার্যের দুটি কবিতার নাম লেখো যা বন্দনামূলক?

4. ‘বিজয়া’ কবিতার বিষয় সংক্ষেপ লেখো।

5. সীতানাথ আচার্যের পিতা ও মাতার নাম কী ছিল?

6. সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন, কত খ্রিস্টাব্দে?

7. ‘ধরিত্রীপতিনির্বাচনম্’ নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

৪. সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা দু-খানি নাটকের নাম লেখো।

9. ‘ভাববিলসিতম্’-এর অন্তর্গত চারটি সংস্কৃত নাটকের নাম লেখো।

10. ‘শ্যামলী’ গল্পটি কার রচনা? নায়ক-নায়িকার নাম লেখো।

11. ‘ইয়ং পৃথ্বী’ কোন জাতীয় সাহিত্য? রচনাকার কে?

12. ‘পটকাষ্টিকা’ কোন্ শ্রেণির সাহিত্য? রচনাকার কে?

13. শাশ্বতীকথা’-র অন্তর্গত চারটি গল্পের নাম লেখো।

14. ‘কলাপিকা’ কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে? দুটি কবিতার নাম লেখো।

15. ‘দ্বিতীয়পক্ষ’ কোন্ শ্রেণির সাহিত্য? এর রচয়িতা কে?

16. সীতানাথ আচার্যের লেখা কয়েকটি প্রবন্ধের নাম লেখো।

17. ‘অথ ভেজালকথা’ কোন্ বিষয়কে কেন্দ্র করে রচিত? এতে উল্লেখিত কয়েকটি চরিত্রের নাম লেখো।

18. ‘ভারতংভ্রাজতে’-র শ্লোকসংখ্যা কত? এর রচনাকার কে?

19. ‘কথাদ্বাদশ’-কোন্ শ্রেণির রচনা? এর রচয়িতা কে?

20. বাংলা ভাষায় রচিত তারাপদ ভট্টাচার্যের দুটি সাহিত্যকৃতির নাম লেখো।

21. ‘বিষমপ্যমৃতম্’-কার রচিত? এই গল্পের মূল দুটি চরিত্রের নাম লেখো।

22. চৈতন্যদেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক ও তার রচয়িতার নাম লেখো।

23. শ্রীজীব ন্যায়তীর্থ রচিত একটি নাটকের নাম লেখো। নাটকটির একটি চরিত্রের নাম লেখো।

24. শ্রীজীব ন্যায়তীর্থ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?

25. ‘সারস্বতশতকম্’ কোন্ জাতীয় সাহিত্য? এর রচনাকার কে?

26. ‘স্বাতন্ত্রসন্ধিক্ষণম্’-কী? এর রচয়িতা কে?

27. ‘পাণ্ডববিক্রমম্’-কী? এর রচয়িতা কে?

28. ‘কালিদাসম্’-নাটকটির কয়টি অঙ্ক? এর রচয়িতা কে?

29. বীরেন্দ্রকুমার ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?

30. ‘মৈত্রেয়ী’ কার রচিত? এই গল্পের নায়ক-নায়িকার নাম লেখো।

31. ‘চিপিটকচর্বণম্’ কোন্ শ্রেণির রূপক? এর রচয়িতা কে?

32. ‘শূর্পনখাভিসারম্’ কী অবলম্বনে রচিত? এর রচয়িতা কে?

33. ‘নাগনিস্তারম্’-কার লেখা? নাটকটির অঙ্ক কয়টি?

34. ‘বিধিবিপর্যাস’ কী? এর রচয়িতা কে?

35. ‘ভট্টসঙ্কটম্’ কত অঙ্কবিশিষ্ট? কোন্ শ্রেণির রূপক?

36. ‘বিবাহবিড়ম্বনম্’ কার রচিত? কোন্ শ্রেণির রচনা?

Leave a Comment