উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত প্রশ্নপত্র ২০২৫ সালের সম্ভাব্য উত্তরসহ দেওয়া হল সংস্কৃত শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে।
Class 12 Third Semester Sanskrit Question Paper 2025

- প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
- Select the correct answer out of the options given against each question and give answer on the OMR Answer Sheet.
PART – I
UNIT – I
(গদ্যাংশ) (Prose) 1×5=5
1. শূন্যস্থান পূরণ করো: বালচন্দ্রিকার স্বামী হলেন ___________।
- (A) রাজবাহন
- (B) পুষ্পোদ্ভব
- (C) শুক্লোদ্ভব
- (D) দারাশুকো
উত্তর:-
2. রাজবাহনকে কে ‘ব্রাহ্মণাধম’ বলেছিলেন?
- (A) চণ্ডবর্মা
- (B) মানসার
- (C) দারুবর্মা
- (D) পুষ্পোদ্ভব
উত্তর:- (A) চণ্ডবর্মা।
3. রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল?
- (A) রজ্জুর দ্বারা
- (B) পদ্মমৃগালের দ্বারা
- (C) স্বর্ণশৃঙ্খলের দ্বারা
- (D) রৌপ্যশৃঙ্খলের দ্বারা
উত্তর:-
4. রাজবাহন কোন্ রাজ্যের রাজপুত্র ছিলেন?
- (A) কৌশল
- (B) অযোধ্যা
- (C) মালব
- (D) মগধ
উত্তর:-
5. ‘तमोपहस्त्वया दत्तो ज्ञानप्रदीपः।’ এখানে ‘त्वया’ বলতে বোঝানো হয়েছে
- (A) রাজবাহনকে
- (B) পুষ্পোদ্ভবকে
- (C) অবন্তিসুন্দরীকে
- (D) দারুবর্মাকে
উত্তর:-
UNIT – II
(পদ্যাংশ) (Verse) 1×5=5
6. সন্ধি বিচ্ছেদ করো – ‘लोकस्तदनुवर्तते ‘
- (A) लोकस्त + दनुवर्तते
- (B) लोकस्तः + दनुवर्तते
- (C) लोकः + तद् + अनुवर्तते
- (D) लोकस्तद् + नुवर्तते
উত্তর:- (C) लोकः + तद् + अनुवर्तते।
7. কর্মেন্দ্রিয় কয়টি?
- (A) দুইটি
- (B) চারটি
- (C) তিনটি
- (D) পাঁচটি
উত্তর:- (D) পাঁচটি।
8. ‘विन्दति’ শব্দের অর্থ হলো
- (A) চুরি করা
- (B) কেটে দেওয়া
- (C) উপভোগ করা
- (D) লাভ করা
উত্তর:-
9. কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে?
- (A) দেবতারা
- (B) অসুরেরা
- (C) সাধারণ মানুষেরা
- (D) রাক্ষসেরা
উত্তর:- (C) সাধারণ মানুষেরা।
10. মন ও বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠ কে?
- (A) বুদ্ধি
- (B) মন
- (C) মন ও বুদ্ধি উভয়ই
- (D) কখনো বুদ্ধি, কখনো মন
উত্তর:-
11. “को नामोष्णोदकेन नवमालिकां सिञ्चति ?” একথা কে বলেছিলেন?
- (A) প্রিয়ংবদা
- (B) শকুন্তলা
- (C) অনসূয়া
- (D) কণ্ব
উত্তর:-
UNIT III
(দৃশ্যকাব্য) (Drama) 1×5=5
12. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো।
- (i) অনসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করে।
- (ii) প্রিয়ংবদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে।
- (iii) শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন।
- (iv) দুর্বাসা শাপমুক্তির উপায় বলে দেন।
বিকল্পসমূহ:
- (A) (i), (iii) সত্য; (ii), (iv) মিথ্যা
- (B) (i), (ii), (iv) সত্য; (iii) মিথ্যা
- (C) (ii), (iii) সত্য; (i), (iv) মিথ্যা
- (D) (iii), (iv) সত্য; (i), (ii) মিথ্যা
উত্তর:-
13. শকুন্তলার পালক পিতা হলেন
- (A) মারীচ
- (B) দুর্বাসা
- (C) উগ্রশ্রবা
- (D) কণ্ব
উত্তর:-
14. শূন্যস্থান পূরণ করো: শকুন্তলোপাখ্যান বর্ণিত হয়েছে ____________ ।
- (A) মেঘদূতে
- (B) রামায়ণে
- (C) পুরাণে
- (D) মহাভারতে
উত্তর:-
15. দুষ্যন্ত-শকুন্তলার কোন্ মতে বিবাহ হয়েছিল?
- (A) প্রাজাপত্য
- (B) রাক্ষস
- (C) গান্ধর্ব
- (D) ব্রাহ্ম
উত্তর:-
PART-II
UNIT-IV
(ব্যাকরণ) (Grammar) 1×15 =15
16. শূন্যস্থান পূরণ করো: আত্মপ্রীতি অর্থে _________, ক্ষীর, বৃষ এবং লবণ শব্দের উত্তর কাঢ় প্রত্যয় হয়।
- (A) নমস্
- (B) অশন্
- (C) অশ্ব
- (D) যশ
উত্তর:-
17. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
(i) পিতৃমৎ | (a) অণ্ |
(ii) বৈশ্বামিত্র | (b) মতুপ্ |
(iii) গরীয়স্ | (c) ইষ্ঠন্ |
(iv) মহিষ্ঠ | (d) ঈয়সুন্ |
বিকল্পসমূহ:
- (A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
- (B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
- (C) (i)-(c), (ii)-(a), (iii)-(b) (iv)-(d)
- (D) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
উত্তর:-
18. ‘ভার্গব’ শব্দটির বুৎপত্তি নির্ণয় করো:
- (A) ভৃগু + অণ্
- (B) ভৃগু + অব্
- (C) ভার্গ + অব্
- (D) ভা + অণ্
উত্তর:-
19. ‘শ্রেষ্ঠ’ পদটি গঠনের জন্য কোন্ সূত্রের প্রয়োজন?
- (A) জ্য চ
- (B) অল্লীয়সঃ চ
- (c) শ্রেষ্ঠঃ চ
- (D) প্রশস্যস্য শ্রঃ
উত্তর:-
20. শূন্যস্থান পূরণ করো: बुद्धि + ____________ = बुद्धिमान्।
- (A) मत्
- (B) मतुप्
- (C) वतुप्
- (D) अण्
উত্তর:-
21. রেখাঙ্কিত শব্দটির কারক-বিভক্তি নির্ণয় করো: রামঃ বনং গচ্ছতি।
- (A) করণে তৃতীয়া
- (B) কর্মে দ্বিতীয়া
- (C) কর্তায় প্রথমা
- (D) অপাদানে পঞ্চমী
উত্তর:-
22. ‘স্বতন্ত্রঃ কর্তা’- সূত্রটি কোন্ কারকের?
- (A) করণ
- (B) কর্তৃ
- (C) কর্ম
- (D) সম্প্রদান
উত্তর:-
23. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
(i) অক্ষা কাণঃ | (a) সহযুক্তেহপ্রধানে |
(ii) শোকেন দুঃখম্ | (b) ইখম্ভূতলক্ষণে |
(iii) জটাভিঃ তাপসঃ | (c) যেনাঙ্গবিকারঃ |
(iv) পিত্রা আগতঃ পুত্রঃ | (d) হেতৌ |
বিকল্পসমূহ:
- (A) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
- (B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
- (C) (ⅰ)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
- (D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
উত্তর:-
24. অপবর্গে কোন্ বিভক্তি হয়?
- (A) দ্বিতীয়া
- (B) চতুর্থী
- (C) তৃতীয়া
- (D) প্রথমা
উত্তর:-
25. ‘কারক’ পদের ব্যুৎপত্তি হলো
- (A) কৃ + অণ্
- (B) কৃ + ণ্বুল্
- (C) কৃ + ণক্
- (D) কৃ + ঘঞ্
উত্তর:-
26. ‘রাজ্ঞঃ পুত্রঃ – রাজপুত্রঃ’ – কোন্ সমাসের উদাহরণ?
- (A) অব্যয়ীভাব
- (B) গতি তৎপুরুষ
- (C) ষষ্ঠী তৎপুরুষ
- (D) তৃতীয়া তৎপুরুষ
উত্তর:-
27. ‘সুমদ্রম্’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো
- (A) মদ্রাণাং সমৃদ্ধিঃ
- (B) মদ্রাণাং পশ্চাৎ
- (C) মদ্রাণাম্ অভাবঃ
- (D) মদ্রস্য যোগ্যম্
উত্তর:-
28. চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হলো
- (A) চৌরভয়ম্
- (B) যূপদারুঃ
- (C) রামানুজঃ
- (D) ভীষ্মজননী
উত্তর:-
29. অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো
- (A) অতিবাধম্
- (B) অনুগৃহম্
- (C) অনুরূপম্
- (D) নির্জনম্
উত্তর:-
30. পাণিনির মতে সমাস কত প্রকার?
- (A) তিন
- (B) পাঁচ
- (C) চার
- (D) ছয়
উত্তর:-
UNIT – V
(পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস)
(History of Puranic and Classical Sanskrit Literature) 1×10 = 10
31. কবি ভবভূতির রচিত প্রথম নাটক কোনটি?
- (A) উত্তররামচরিত
- (B) মালতীমাধব
- (C) মহাবীর চরিত
- (D) পুষ্পবাণবিলাস
উত্তর:-
32. সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণের নাম হলো
- (A) লিঙ্গপুরাণ
- (B) পদ্মপুরাণ
- (C) কূর্মপুরাণ
- (D) স্কন্দপুরাণ
উত্তর:-
33. শূন্যস্থান পূরণ করো: ভাসের ছদ্মনাম হলো ____________।
- (A) অগ্নিমিত্র
- (B) জ্বলনমিত্র
- (C) বহ্নিমিত্র
- (D) অরিমিত্র
উত্তর:-
34. ‘বামন’ শব্দের অর্থ
- (A) বোকা
- (B) স্বাস্থ্যবান
- (C) ক্ষুদ্রাকৃতি
- (D) রোগগ্রস্ত
উত্তর:- (C) ক্ষুদ্রাকৃতি।
35. সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো:
- (A) সর্গ, প্রতিসর্গ, মন্বন্তর, বংশানুচরিত
- (B) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর
- (C) সর্গ, বংশ, মন্বন্তর, প্রতিসর্গ
- (D) প্রতিসর্গ, সর্গ, বংশ, মন্বন্তর
উত্তর:-
36. ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়?
- (A) সুশ্রুতের
- (B) বরাহমিহিরের
- (C) ব্রহ্মগুপ্তের
- (D) পরাশরের
উত্তর:-
37. ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো
- (A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
- (B) ব্রহ্মতন্ত্র
- (C) ব্রহ্মসিদ্ধান্ত
- (D) ব্রহ্মসংহিতা
উত্তর:-
38. দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যাঁর হাত ধরে তিনি হলেন
- (A) বরাহমিহির
- (B) ললাটদেব
- (C) আর্যভট্ট
- (D) ললাটচন্দ্র
উত্তর:-
39. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভবভূতি রচিত নয়?
- (A) মহাবীরচরিত
- (B) উত্তররামচরিত
- (C) মালতীমাধব
- (D) মুদ্রারাক্ষস
উত্তর:- (D) মুদ্রারাক্ষস।
40. কুমারসম্ভব – এর রচয়িতা কে?
- (A) ভাস
- (B) দণ্ডী
- (C) কালিদাস
- (D) শূদ্রক
উত্তর:- (C) কালিদাস।
