H.S., Class – XII, 4th Semester Sanskrit New Model Question Paper-ii, 2026, উত্তর সহ দেওয়া হল (West Bengal Council of Higher Secondary Education)
Table of Contents
West Bengal Council of Higher Secondary Education 4th Semester Sanskrit New Model Question Paper-ii, 2026
| Class | XII |
| Semester | IV |
| Subject | Sanskrit |
| Board | WBCHSE |
| Topic | New Model Question |
| Number | II |
New Model Question-2
Time: 2 hrs
F.M.-40
বিভাগ-ক
1. নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। 2×5=10
- A) ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজার নাম কী? তাঁর রাজ্যের নাম কী?
- B) ‘ত্বমেব কিং ন বপসি?’ কে কাকে বলেছিলেন?
- C) ‘হাসবিদ্যকথা’ গল্পের উপদেশটি লেখো।
- D) ‘বনেচরভাষণম্’ পাঠ্যাংশের উৎস কী? এর রচয়িতা কে?
- E) কাদের, কেন ‘চারচক্ষু’ বলা হয়?
- F) কে, কার শাসনপদ্ধতি জান্নার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন?
- G) আত্রেয়ী কেন বাল্মীকির আশ্রম ত্যাগ করেছিলেন? তিনি কোথায় গিয়েছিলেন?
- H) সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিলেন? সেখানে কে তাঁর সহধর্মিণী রূপে ছিলেন?
2. নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। 2×5=10
- A) এক কথায় প্রকাশ করো: (i) আপ্তুম্ ইচ্ছতি (ii) পুনঃ পুনঃ রোদিতি
- B) প্রত্যয় নিষ্পন্ন করো- (i) গায়ক + টাপ্ (ii) প্রিয়বাদিন্ + তীপ্
- C) ‘যস্য চ ভাবেন ভাবলক্ষণম্’ ব্যাখ্যা করো।
- D) একজাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন্ কোন্ বিভক্তি হয়?
- E) কারক বিভক্তি নির্ণয় করো দেবদত্তঃ যজ্ঞদত্তায় শতং ধারয়তি।
- F) ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও।
- G) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো- (i) পীতধবলঃ (ii) বীণাপাণিঃ
- H) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো- (i) নীলোৎপলম্ (ii) অধনঃ
3. নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2×3=6
- A) হর্ষচরিত কার লেখা? এটি কোন্ শ্রেণির গদ্যকাব্য?
- B) ভারতচম্পূর রচয়িতা কে? এটি কতগুলি স্তবকে বিভক্ত?
- C) রাজা নলের পিতা-মাতার নাম লেখো।
- D) সুশ্রুত সংহিতার দুজন টীকাকারের নাম লেখো।
- E) মনীষীদের জীবনাবলম্বনে শ্রীজীব ন্যায়তীর্থ বিরচিত দুটি দৃশ্যকাব্যের নাম লেখো।
- F) সীতানাথ আচার্যের জন্ম কত সালে হয়েছিল? তাঁর রচিত একটি কাব্যের নাম লেখো।
বিভাগ-খ
4. নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4×1=4
- A) দন্ডীর সাহিত্যকৃতির পরিচয় দাও।
- B) চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
বিভাগ-গ
5. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5×2=10
- A) স্বর্ণবীজবপনে কেউ রাজি হননি কেন?
- B) ‘বনেচরভাষণম্’ পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্যশাসনপদ্ধতির আলোচনা করো।
- C ‘নারিকেলফলসম্মিতং বচো ভারবেঃ’ উক্তিটির যথার্থতা বিচার করো।
- D) ‘আত্রেয়ী- বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো।







