H.S., Class – XII, 4th Semester Sanskrit Model Question Paper-ii, 2025, উত্তর সহ (West Bengal Council of Higher Secondary Education)
Table of Contents
West Bengal Council of Higher Secondary Education 4th Semester Sanskrit Model Question Paper-ii, 2025
(নমুনা প্রশ্ন- ২)
SAQ & DQ, F.M. 40
1. সংস্কৃত ভাষায় উত্তর দাও (যে কোনো তিনটি): [2×3=6]
- i. ‘হাসবিদ্যকথা’ ইতি কথায়া রচয়িতা কঃ কস্য গ্রন্থস্য অংশবিশেষ?
- ii. বনেচরভাষণেন কিংপ্রভুঃ ক? কঃ চ কিংসখা?
- iii. কতি চৌরাঃ কেন গৃহীতাঃ?
- iv. আত্রেয়ী-বনদেবতা-সংবাদে নদ্যৌ কে আস্তাম্?
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি): [2 × 2 = 4]
- i. ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজার নাম কী? তাঁর রাজ্যের নাম কী?
- ii. ‘কৃতপ্রণামস্য’-কে কাকে প্রণাম করেছে?
- iii. তাপসীর আগমনের বিষয়ে বনদেবতা প্রথমে কী বলেছিলেন?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): [5 × 2 = 10]
- i. চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও।
- ii. ‘বনেচরভাষণম্’-এর সারাংশটি নিজের ভাষায় লেখো।
- iii. ভবভূতির রচনাশৈলী বিশ্লেষণ করো।
4. নির্দেশানুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি): [2 × 5 = 10]
- i. স্ত্রী-প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও।
- ii. ব্যুৎপত্তি নির্ণয় করো: (a) কথয়তি (b) দিদৃক্ষতে
- iii. ব্যাখ্যা করো ক্ষিপকাদীনাং চন।
- iv. আচ্ ও আহি প্রত্যয়যুক্ত শব্দের প্রয়োগে পঞ্চমী বিভক্তির প্রয়োগ দেখাও।
- v. রামাৎ পৃথক্ কারক-বিভক্তি নির্ণয় করো।
- vi. ব্যাসবাক্য কাকে বলে? উদাহরণ দাও।
- vii. দ্বিগু সমাস কাকে বলে? উদাহরণ দাও।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি): [2 × 4 = 6]
- i. ‘হর্ষচরিত’ কার লেখা? সাহিত্যটি কোন্ শ্রেণির?
- ii. চম্পুকাব্য কাকে বলে? চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে দন্ডী কী বলেছেন?
- iii. সুশ্রুতের গ্রন্থে শল্যতন্ত্রের বিভাগ কয়টি? প্রথম ভাগটির নাম কী?
- iv. ‘অথ ভেজালকথা’ কোন্ বিষয়কে কেন্দ্র করে রচিত? এতে উল্লিখিত কয়েকটি চরিত্রের নাম লেখো।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি): [4 × 1 = 4]
- i. বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও।
- ii. নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো।