Class 12, 4th Semester Sanskrit Syllabus 2025 (Full Marks- 40) সংস্কৃত সাহিত্য (মার্কস- ১৫), সংস্কৃত ব্যাকরণ (মার্কস- ১৫), সংস্কৃত সাহিত্যের ইতিহাস (মার্কস- ১০) নিয়ে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস ২০২৫ দেওয়া হল।
চতুর্থ সেমিস্টার সংস্কৃত সিলেবাস ২০২৫ | সংশোধিত নতুন চতুর্থ সেমিস্টার সংস্কৃত সিলেবাস ২০২৫ | 4th Semester সংস্কৃত সিলেবাস 2025
প্রিয় শিক্ষার্থী, তোমারা যদি ‘সংস্কৃত শিক্ষা কেন্দ্র’ এ সংস্কৃত বিষয়ে 👉অনলাইনে GoogleMeet Apps এর মাধ্যমে সংস্কৃত টিউশন্ পড়তে চাও তাহলে WhatsApp গ্রুপে যুক্ত হতে পারো 👉 দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার। সাম্মানিক এককালীন 999 টাকা মাত্র (অগ্রিম 499 টাকা)। কেবলমাত্র পড়তে ইচ্ছুক হলেই গ্রুপে যুক্ত হবে।