H.S., Class – XII, 4th Semester Sanskrit New Model Question Paper-i, 2026, উত্তর সহ দেওয়া হল (West Bengal Council of Higher Secondary Education)
Table of Contents
West Bengal Council of Higher Secondary Education 4th Semester Sanskrit New Model Question Paper-i, 2026
| Class | XII |
| Semester | IV |
| Subject | Sanskrit |
| Board | WBCHSE |
| Topic | New Model Question |
| Number | I |
New Model Question-1
Time: 2 hrs
F.M.-40
বিভাগ-ক
1. নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। 2×5=10
- A) ‘হাসবিদ্যকথা’ গল্পটির উৎস কী? এর রচয়িতা কে?
- B) মৃত্যু আসন্ন হলে কী করণীয়?
- C) ‘রে চৌর! কাং বিদ্যাং জানাসি?’ এখানে বক্তা কে? প্রত্যুত্তরে চোরটি কী বলেছিল?
- D) বনেচরের মতে কে ‘কিংসখা’? কেই বা ‘কিং প্রভু’?
- E) দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল?
- F) ‘মহৌজসঃ’ ও ‘মানধনাঃ’ পদদুটির অর্থ লেখো।
- G) আত্রেয়ী কোথা থেকে এসেছিলেন? তিনি কোথায় যেতে ইচ্ছুক?
- H) ‘অপ্যেষা পঞ্চবটী’? কে, কাকে বলেছিলেন?
2. নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। 2×5=10
- A) স্ত্রী-প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও।
- B) পদগঠন করো- (i) √গম্+যঙ্+লট্ তে (ii) √জ্ঞা + সন্+লট্ তি
- C) রুচ্যর্থক ধাতুর প্রয়োগে কোন্ কারক হয়? উদাহরণ দাও।
- D) ‘ধ্রুবমপায়েহপাদানম্’- সূত্রটির অর্থ কী?
- E) বাতায় কপিলা বিদ্যুৎ রেখাঙ্কিত পদে কারক বিভক্তি নির্ণয় করো।
- F) কর্মধারয় সমাস কয় ভাগে বিভক্ত ও কী কী?
- G) দ্বিগুসমাস কাকে বলে? উদাহরণ দাও।
- H) ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো পীতাম্বরঃ।
3. নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2×3=6
- A) দশকুমারচরিতের রচয়িতা কে? এর বিভাগ দুটির নাম কী কী?
- B) বাণভট্টের পিতা-মাতার নাম লেখো।
- C) নলচম্পূর রচয়িতা কে? এর উচ্ছ্বাস সংখ্যা কয়টি?
- D) চরকসংহিতা গ্রন্থটি ক’টি স্থানে বিভক্ত? প্রথম দুটি স্থানের নাম লেখো।
- E) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুইখানি নাটকের নাম লেখো।
- F) গৌতমবুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্রকুমার ভট্টাচার্য কোন্ নাটকটি রচনা করেছিলেন? এর অঙ্ক সংখ্যা কত?
বিভাগ-খ
4. নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4×1=4
- A) ভারতচম্পূর বিষয়বস্তু লেখো।
- B) তারাপদ ভট্টাচার্য বিরচিত দুটি সংস্কৃত গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বিভাগ-গ
5. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5×2=10
- A) চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল?
- B) যুধিষ্ঠিরের প্রতি বনেচরের ভাষণের সংক্ষিপ্তসার লেখো।
- C) ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।
- D) ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা আলোচনা করো।







