H.S., Class – XII, 4th Semester Sanskrit Model Question Paper-i, 2025, উত্তর সহ (West Bengal Council of Higher Secondary Education)
Table of Contents
West Bengal Council of Higher Secondary Education 4th Semester Sanskrit Model Question Paper-i, 2025
Class | XII |
Semester | IV |
Subject | Sanskrit |
Board | WBCHSE |
Topic | Model Question |
Number | I |
(নমুনা প্রশ্ন- ১)
SAQ & DQ, F.M. 40
1. সংস্কৃত ভাষায় উত্তর দাও (যে কোনো তিনটি): [2×3=6]
- i. মরণে প্রত্যাসন্নে চতুর্থচৌরঃ কিং চিন্তিতবান্?
- ii. কিরাতাজুনীয়ম্ কীদৃশং গ্রন্থম্? গ্রন্থাবিভাগাণাম্ কিং নাম?
- iii. সুবর্ণকৃষৌ কস্য অধিকারঃ আসীৎ?
- iv. অগস্ত্যাশ্রমমার্গবিষয়ে বনদেবী কিম্ উক্তবতী?
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি): [2 × 2 = 4]
- i. চোরেদের কেন রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল?
- ii. ‘বনেচরভাষণম্’ পদ্যে বনেচর নিয়োগের কারণ কী?
- iii. ভবভূতির পিতা-মাতার নাম লেখো।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): [5 × 2 = 10]
- i. স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন?
- ii. ‘হিতং মনোহারি চ দুর্লভং বচঃ’-ব্যাখ্যা করো।
- iii. ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।
4. নির্দেশানুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি): [2 × 5 = 10]
- i. দুটি টাপ্ প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ দাও।
- ii. যত্ ও সন্ প্রত্যয়ান্ত ধাতুর উদাহরণ দাও।
- iii. পদ গঠন করো: (a) √গম্ + যত্ লট্ তে (b) √জ্ঞা + সন্ + লট্ তি
- iv. ‘৯পি সম্পদ্যমানে চ’-ব্যাখ্যা করো।
- v. বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকের দুটি উদাহরণ লেখো।
- vi. সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য লেখো।
- vii. ‘কিং ক্ষেপে’-উদাহরণসহ অর্থ লেখো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি): [2 × 4 = 6]
- i. বাণভট্টের পিতা-মাতার নাম লেখো।
- ii. প্রাচীনতম চম্পুকাব্য কোন্ন্টি? গ্রন্থটির অপর নাম লেখো।
- iii. শালাক্যতন্ত্র বিভাগটি কোথায় দেখা যায়? এর বিষয়বস্তু লেখো।
- iv. সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা দু-খানি নাটকের নাম লেখো।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি): [4 × 1 = 4]
- i. ‘নলচম্পু’-র বিষয়বস্তু লেখো।
- ii. শিশুযুবদুর্দৈববিলসিতম্-এর বিষয়বস্তু লেখো।