H.S., Class – XI, 2nd Semester Sanskrit Model Question Paper-i, 2025, উত্তর সহ (West Bengal Council of Higher Secondary Education)
Table of Contents
West Bengal Council of Higher Secondary Education 2nd Semester Sanskrit Model Question Paper-i, 2025
| Class | XI |
| Semester | II |
| Subject | Sanskrit |
| Board | WBCHSE |
| Topic | Model Question |
| Number | I |
নমুনা প্রশ্ন-১
SAQ & DQ, F.M. 40
1. সংস্কৃত ভাষায় উত্তর দাও (যে-কোনো তিনটি): 2×3=6
- i. आसीत् शिववीरस्य विश्वासपात्रम्? स कुत्र प्रयाति स्म?
- ii. हिमागमे कीहशानि अन्नपानानि वर्जयेत्?
- iii. ‘महत्तरां भिक्षां याचे’ कः कं निकषा भिक्षां याचते स्म?
- iv. ‘दानबीरः कर्ण:’-कस्माद् ग्रन्थात् संगृहीतः कश्च तस्य ग्रन्थस्य प्रणेता?
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): 2×2=4
- i. যুবকের বয়স কত ছিল?
- ii. ‘ঋতুচর্যা’ কার লেখা? উৎস লেখো।
- iii. ইন্দ্র কর্ণকে কী অস্ত্র দান করেছিলেন? অস্ত্রটির বৈশিষ্ট্য লেখো।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): 5×2=10
- i. ‘প্রতিজ্ঞাসাধনম্’ পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে, তার একটি বাণীচিত্র অঙ্কন করো।
- ii. ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশাবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কী করণীয় এবং কী বর্জনীয় তা সংক্ষেপে বিবৃত করো।
- iii. প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো: ‘शिक्षा क्षयं गच्छति कालपर्ययात्’
4. নির্দেশানুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি): 2×5=10
- i. সন্ধিতে ‘আ’ কারের পর কখন বিসর্গ লোপ হয় উদাহরণ সহ দেখাও।
- ii. ‘গুণিন্’ শব্দের সমতুল দুটি শব্দের উদাহরণ দাও।
- iii. লঙ্ ল-কারের দুটি বৈশিষ্ট্য লেখো।
- iv. একই ধাতুর উত্তর শতৃ ও শানচ্ প্রত্যয় যোগে শব্দগঠন করো।
- v. নীচের বিকল্প থেকে ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি চিহ্নিত করো: अन्तर्धानम्, गतिरियम्, उल्लासः, पातरेव
- vi. শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো: (ক) শ্রু লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচন-অশৃণুতাম্, (খ) শ্রু লঙ্ প্রথম পুরুষ দ্বিবচন-অশৃণুতাম্।
- vii. কিম্ শব্দের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গোর প্রথমার একবচনের রূপ দুটি লেখো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি): 2×3=6
- i. মেঘদূতের অপর একটি নাম লেখো। এটি কোন্ শ্রেণির সাহিত্য?
- ii. গীতগোবিন্দর প্রথম ও শেষ সর্গ দুটির নাম লেখো।
- iii. অথর্ববেদের ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কেন?
- iv. মহাভারত অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মহাকাব্যের নাম লেখো।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি): 4×1=4
- i. মেঘদূত সম্পর্কে সংক্ষেপে লেখো।
- ii. টীকা লেখো: নিরুক্ত।









